Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

সেচ মৌসুমে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ০৪:০৭ পিএম


সেচ মৌসুমে নিরবিচ্ছিন বিদ্যুৎ সরবরাহে বিদ্যুৎ বিভাগের নির্দেশনা

আসন্ন সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে গ্রাহকদের প্রতি নির্দেশনা প্রদান করেছে বিদ্যুৎ বিভাগ।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়,বিগত এক যুগে বিদ্যুৎ খাতে সাফল্য অর্জিত হয়েছে।তবে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন থাকা সত্বেও বৈশ্বিক জ্বালানি সংকটের কারনে বাংলাদেশকে নানান চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে।আসন্ন সেচ মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কয়েকটি নির্দেশনা প্রদান করা হচ্ছে।সেগুলো হলো-

১-রাত ১১ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সেচ পাম্প চালু রাখা

২-দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে হকিং বা অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে বিরত থাকা

৩-নিম্নহারে বিদ্যুৎ বিল সুবিধা প্রাপ্তির লক্ষ্যে দোকান,শপিং মল,পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে অতিরিক্ত বাতি ব্যবহারে বিরত থাকা।

৪-বেআইনিভাবে ইজিবাইক ও মটর চালিত রিক্সার ব্যাটারি চার্জ থেকে বিরত থাকা

৫-সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের লক্ষ্যে ওয়েট এন্ড ড্রাই পদ্ধতিতে সেচ কাজ সম্পাদন করা।

এবি

Link copied!