Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

দেশে আরও ৮ জনের করোনা শনাক্ত

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৫:২২ পিএম


দেশে আরও ৮ জনের করোনা শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু না হলেও আটজনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৭ জন। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯১টি নমুনা সংগ্রহ করা হয় এবং পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২০১টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৭৩৮ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৭৭৫ জন।

এআরএস

Link copied!