Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুলশানে আগুন

উদ্ধার কাজে সেনাবাহিনী

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১১:২৮ পিএম


উদ্ধার কাজে সেনাবাহিনী

রাজধানীর গুলশানে ১২ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। রোববার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১ জন মারা গেছে। ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

রোববার সন্ধ্যা ৭টার দিকে ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন লাগা ভবন থেকে ৪ নারীসহ ৭ জনকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) শাজাহান সিকদার জানিয়েছেন।

তিনি জানান, সেখানে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।

 

Link copied!