Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মাতৃভাষার মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত সম্ভব: গণশিক্ষা সচিব

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২১, ২০২৩, ১২:৫৩ পিএম


মাতৃভাষার মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত সম্ভব: গণশিক্ষা সচিব

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদের নেতৃত্বে গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

তাঁরা শহীদ মিনার বেদিতে  পুষ্পস্তবক অর্পণ করেন এবং কিছুক্ষণ নিরবতা পালন করেন।

গণমাধ্যমের সাথে আলাপকালে সচিব বলেন, শিশুদের সঠিক উচ্চারণ ও শুদ্ধভাবে বাংলা লেখা ও বলা শিখিয়ে তাদের চেতনায় ও প্রেরণায় বাংলা ভাষার মর্ম উপলব্ধি করার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের তাদের ভাষায় শিখন-শেখানোর প্রয়াসও অব্যাহত আছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাতৃভাষার মাধ্যমেই মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত সম্ভব।

এসময় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো (বিএনএফই) মহাপরিচালক আবদুল মান্নান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি

Link copied!