Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সচল হলো গ্রামীণফোনের নেটওয়ার্ক

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০২:৩৬ পিএম


সচল হলো গ্রামীণফোনের নেটওয়ার্ক

সচল হয়েছে গ্রামীণফোনের নেটওয়ার্ক। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে নেটওয়ার্ক বিভ্রাটে ভোগান্তিতে ছিলেন অপারেটরটির ব্যবহারকারীরা।

গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন খায়রুল বাশার বলেন, দুপুর একটা ৪৭ মিনিটে সারাদেশে গ্রামীণফোনের নেটওয়ার্ক স্বাভাবিক হয়েছে।

গ্রামীণফোনের একটি সূত্র জানায়, সড়ক মেরামতের সময় টাঙ্গাইল, গাজীপুর ও সিরাজগঞ্জে তিন জায়গায় বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে অপটিক্যাল ফাইবার ক্যাবল কাটা পড়ে। এর ফলে গ্রামীণফোনের নেটওয়ার্কে সমস্যা দেখা দেয়।

এর আগে গ্রামীণফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৮ মিনিটে এক পোস্টে বলা হয়, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।

এআরএস

Link copied!