Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

দেশে আরও ৬ জনের করোনা শনাক্ত

মো. মাসুম বিল্লাহ

ফেব্রুয়ারি ২৩, ২০২৩, ০৬:২০ পিএম


দেশে আরও ৬ জনের করোনা শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৮৫টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় দুই হাজার ৭৫টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৭৬৯ জন।

এবি

Link copied!