Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১১:১৮ এএম


করোনায় আক্রান্ত প্রতিমন্ত্রী পলক

করোনা ভাইরাসে ফের আক্রান্ত হয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ তথ্য জানিয়েছেন।

পলক লেখেছেন, মন্ত্রিপরিষদ সভা থাকায় গতকাল করোনার নমুনা পরীক্ষা করেছিলাম। নমুনা পরীক্ষায় আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে। বর্তমানে আমি বাসায় আইসোলেশনে আছি।

তিনি আরও লেখেন, গত কয়েকদিনে আমার সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে করোনার নমুনা পরীক্ষাসহ স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

এর আগেও তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন বলে তার দপ্তর থেকে জানানো হয়েছে।

আরএস

Link copied!