Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১, ২০২৩, ০২:৩৪ পিএম


চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের চার সদস্য গ্রেপ্তার

নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া‍‍`র’ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

মুলত এ জঙ্গি সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে তথাকথিত হিজরতের নামে পার্বত্য চট্টগ্রামের গহীনে সশস্ত্র প্রশিক্ষণে অংশ নিয়েছিল তারা। অভিযানকালে আরও ৪ থেকে ৫ জন পালিয়ে যেতে সক্ষম হয় বলেও জানান র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- হোসাইন আহমদ (২২), নিহাল আব্দুল্লাহ (১৯), আল আমিন (২২) ও আল আমিন পার্থ কুমার দাস (২১)।

বুধবার (১) মার্চ দুপুরে র‍্যাব-৭ চট্টগ্রাম থেকে এ তথ্য জানান র‍্যাবের মিডিয়া শাখার আইন ও গণমাধ্যম  পরিচালক কমান্ডার, খন্দকার আল মঈন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতরা সহপাঠি, নিকটাত্মীয়, স্থানীয় পরিচিত ব্যক্তি এবং বন্ধু -বান্ধবের মাধ্যমে উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে এ জঙ্গি সংগঠনে যোগ দেয়।

কমান্ডার খন্দকার আল মঈন জানান, বিভিন্ন সময়ে জামাতুল আনসারের সদস্যরা বিশ্বের বিভিন্ন স্থানে মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়নের ভিডিও দেখিয়ে নতুনদেরকে এখানে যোগ দিতে উৎসাহী করে ।

তিনি জানান,এ কারনেই বিভিন্ন সময়ে তথাকথিত হিজরতের উদ্দেশ্যে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় নিখোঁজ হয়।

বর্তমানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।

এআরএস

Link copied!