Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকা কলেজ-আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মো. মাসুম বিল্লাহ

মার্চ ২, ২০২৩, ০২:৫৭ পিএম


ঢাকা কলেজ-আইডিয়াল শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

রাজধানীর গ্রিন রোডে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে সাইন্সল্যাব এলাকায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করলে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে এ অবস্থার সূত্রপাত হয় বলে জানা গেছে।

তবে কী কারণে বাসটি ভাঙচুর করা হয়েছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য জানা যায়নি।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

পরিস্থিতি সামাল দিতে নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

এবি

Link copied!