Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

আরও ১০ জনের করোনা শনাক্ত

মো. মাসুম বিল্লাহ

মার্চ ২, ২০২৩, ০৬:০৬ পিএম


আরও ১০ জনের করোনা শনাক্ত

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ১০ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৩০৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৯৯৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৪৪ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৮৫০ জন। এর মধ্যে ২৯ হাজার ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০ লাখ ২৯ হাজার ৩৯৪ জন।

এবি

Link copied!