Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শনিবার সন্ধ্যা পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৩, ২০২৩, ০৯:০৫ পিএম


শনিবার সন্ধ্যা পর্যন্ত যেমন থাকবে আবহাওয়া

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। বর্ধিত পাঁচ দিনে রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

এবি

 

Link copied!