Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪,

পল্লবীতে ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন সেনাপ্রধান

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৬, ২০২৩, ০৭:১১ পিএম


পল্লবীতে ফায়ার স্টেশনের উদ্বোধন করলেন সেনাপ্রধান

নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের শুভ উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (৬ মার্চ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ নবনির্মিত এই ফায়ার স্টেশনটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

অনুষ্ঠানের সেনাবাহিনী প্রধান পল্লবী ফায়ার স্টেশন আঙিনায় এসে পৌঁছালে সহকারী পরিচালক আনোয়ারুল হকের নেতৃত্বে একদল চৌকস অগ্নিসেনা সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার দেন। অভিবাদন গ্রহণ করার পর সেনাপ্রধান নবনির্মিত পল্লবী ফায়ার স্টেশনের উদ্বোধন ফলক উন্মোচন করেন।

এরপর প্রধান অতিথি স্টেশন প্রাঙ্গণে একটি আমরুপালির গাছ রোপণ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর প্রধান হিসেবে তিনি একটি ফায়ার স্টেশন উদ্বোধন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

এ সময় ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক জানান, এটিই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো সেনাপ্রধানের প্রথম ফায়ার স্টেশন উদ্বোধন।

এবি

Link copied!