Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ভারতে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে রূপপুরের রুশ পণ্য

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৭, ২০২৩, ০৬:০৮ পিএম


ভারতে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে রূপপুরের রুশ পণ্য

রাশিয়া থেকে ভারতে ট্রানজিট হয়ে আবারও নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরঞ্জাম মোংলা বন্দরে এসে পৌঁছেছে।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টায় মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। এর আগে শনিবার (৪ মার্চ) পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে রাশিয়ান পণ্য নিয়ে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে বাংলার জাহাজ ‘এমভি অপরাজিতা’।

মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, বন্দরের ক্ষমতা বৃদ্ধির কারণে এখন প্রতিনিয়ত দেশি-বিদেশি জাহাজ নোঙর করে মালামাল খালাস করতে পারছে। ফলে বন্দরের রাজস্ব বহুগুণ বেড়েছে।

জাহাজটির শিপিং এজেন্ট আল সাফা শিপিং লাইসেন্সের পরিচালক এইচ এম দুলাল জানান, ‘রাশিয়া থেকে আসা ৫২৫ প্যাকেজের এক হাজার ২০০ মেট্রিকটন মেশিনারি পণ্য নিয়ে এসেছে জাহাজটি। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে রাশিয়া থেকে এই পণ্য জাহাজে লোড হয়। পরে জ্বালানি তেল সংগ্রহ করতে জাহাজটি ভারতের হলদিয়া বন্দর থেকে ট্রানজিট হয়ে মোংলা বন্দরে আসে।’

Link copied!