Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

‘শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়’

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৮, ২০২৩, ০১:০১ পিএম


‘শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয়’

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ক্যাফে কুইন নামে ভবনে বিস্ফোরণের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চি‌কিৎসাধীন ১০ জনের কেউই শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

বুধবার (৮ মার্চ) বার্ন ইনস্টিটিউটে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, গতকালের দুর্ঘটনায় আমাদের এখানে ১১ জন রোগী ছিল, তার মধ্যে একজনকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করা হয়েছে ; কারণ তার বার্ন নাই।

ডা. সামন্ত লাল সেন বলেন, যে ১০ জন আছে তার মধ্যে তিনজন আইসিইউতে, দুইজন লাইফ  সাপোর্টে আছে। আর বা‌কিরা আছেন এস‌ডিইউ‌তে।

চি‌কিৎসাধীন ১০ জনের মধ্যে কেউই শঙ্কামুক্ত নয় জা‌নিয়ে তিনি আরও বলেন, যারা আছে তাদের কেউই শঙ্কামুক্ত নয়। কারণ কারো শরীরের ৮০ শতাংশ, কারো ৯০ শতাংশ; কারো ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। সবারই শ্বাসনালী পুড়ে গে‌ছে। আমরা কাউকেই শঙ্কামুক্ত বল‌তে পারব না।

এআরএস

Link copied!