Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

একজন নিখোঁজ থাকলেও ধ্বংসস্তূপে চলবে অভিযান

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৮, ২০২৩, ০৮:৫০ পিএম


একজন নিখোঁজ থাকলেও ধ্বংসস্তূপে চলবে অভিযান

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে বিস্ফোরিত ভবনে যতক্ষণ পর্যন্ত কেউ আটকে থাকার তথ্য পাওয়া যাবে ততক্ষণ অভিযান চালানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার সন্ধ্যায় ওই ভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপপরিচালক দিনমনি শর্মা।

তিনি বলেন, ‘আমাদের কাছে এখানকার দোকানিদের স্বজনরা দাবি তুলেছেন, তাদের স্বজন একজন ভেতরে আটকা রয়ে গেছেন। মঙ্গলবার আমরা যেভাবে উদ্ধার কাজ করেছিলাম সেভাবেই আজও উদ্ধার কাজ করেছি।

রাজধানীর গুলিস্তান সংলগ্ন সিদ্দিকবাজারে সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আরো দুজনের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ বুধবার দ্বিতীয় দিনের মতো চলমান অভিযানে ভবন থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বুধবার সাড়ে ৪টার দিকে ভবন থেকে  প্রথম লাশটি বের করা হয়। পাঁচ মিনিটের ব্যবধানে আরো একটি লাশ বের করে ফায়ার সার্ভিস।

এ নিয়ে গতকাল মঙ্গলবার বিকেলের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর তথ্য মিলেছে। ভবনটি থেকে এখন পর্যন্ত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এ ঘটনায় আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ও শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে বার্ন ইউনিটে ভর্তি আছেন ১০ জন। যাদের সবারই অবস্থা আশঙ্কাজনক। ঢামেক হাসপাতালে এ পর্যন্ত শতাধিক আহত ব্যক্তি চিকিৎসা নিলেও এখন ভর্তি আছেন ২০ জন।

এবি

Link copied!