Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাট প্রতিনিধি

মার্চ ৮, ২০২৩, ০৯:৩৪ পিএম


গোপনে ভিডিও ধারণ করে গৃহবধূকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

জয়পুরহাটের পৌরশহর থেকে একজন ভিকটিম উদ্ধারসহ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। 
বুধবার (৮ মার্চ) রাত ১ টার দিকে পৌরশহরের বিশ্বাসপাড়া এলাকার একটি বাড়ি থেকে ভিকটিম উদ্ধারপূর্বক তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সকাল ১০টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৫।

গ্রেপ্তারকৃত হলেন, নওগাঁ জেলার মান্দা উপজেলার শ্রীরামপুর গ্রামের আকবর আলীর ছেলে মামুন হোসেন (৩৬)।

র‌্যাব জানায়, অভিযুক্ত মামুন হোসেন গোপনে ভিকটিম এর কাপড় বদলানোর ভিডিও ধারণ করে এবং এই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে প্রায় ছয় মাস বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে। শারীরিক সম্পর্কে রাজি না হলে ভিডিও অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

পরবর্তীতে মঙ্গলবার (৭ মার্চ) দিবাগত  রাত পৌনে ৯টার দিকে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ডেকে  জয়পুরহাট জেলার বিশ্বাস পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় নিয়ে ভিকটিমকে জোর পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম রাত ১১টার দিকে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে ফোন করে বিষয়টি জানালে সাথে সাথে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে ভিকটিমকে উদ্ধারপূর্বক অভিযুক্ত ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের কমান্ডার মেজর মোঃ মোস্তফা জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত ধর্ষক মামুন হোসেনকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ধৃত আসামির বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

Link copied!