Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

গুলিস্তানে বিস্ফোরণ: বংশাল থানায় অপমৃত্যুর মামলা

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৯, ২০২৩, ১০:৩৫ এএম


গুলিস্তানে বিস্ফোরণ: বংশাল থানায় অপমৃত্যুর মামলা

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় অপমৃত্যুর মামলা করেছে পুলিশ। বুধবার (৮ মার্চ) রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানায় পুলিশ বাদি হয়ে এ মামলা করে।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাফর হোসেন এ তথ্য জানান।

এর আগে মঙ্গলবার (৭ মার্চ) ঘটনার দিন একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল পুলিশ।

বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় শতাধিক ব্যক্তি। নিখোঁজ আছেন তিনজন।

পুলিশ কর্মকর্তা জাফর হোসেন বলেন, বংশাল থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), ফায়ার সার্ভিস ও ডিএমপির সিটিটিসি ঘটনার তদন্ত করছে। তারা যদি এমন কোনো কিছু পায়, যাতে মনে হয় এটি নাশকতা, তাহলে নাশকতা বা বিস্ফোরক আইনে অন্য মামলা হবে। আপাতত অপমৃত্যুর মামলার আলোকে পুলিশ ঘটনার তদন্ত করবে।

মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে সিদ্দিকবাজারে বিআরটিসি বাস কাউন্টারের কাছে কুইন্স স্যানিটারি মার্কেট হিসেবে পরিচিত সাততলা ভবনে বিস্ফোরণ ঘটে।

এবি

Link copied!