Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

এ. এম. মুবাশ-শারের মৃত্যুতে ঢাকা চেম্বারের শোক

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১০, ২০২৩, ০৪:২৯ পিএম


এ. এম. মুবাশ-শারের মৃত্যুতে ঢাকা চেম্বারের শোক

ঢাকা চেম্বারের প্রাক্তন ঊর্ধ্বতন সহ-সভাপতি এ. এম. মুবাশ-শারের মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। তিনি ১৯৮৯-৯০, ১৯৯-৯২, ২০০০ এবং ২০০৪ মেয়াদে ঢাকা চেম্বারের ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার (০৯ মার্চ) ৯২ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তাঁর মগবাজার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 
তিনি ইএমইএম রাবার ইন্ডাস্ট্রিজ-এর স্বত্তাধিকারী ছিলেন এবং তাঁর প্রতিষ্ঠান রাবার শিল্পের সাথে সম্পৃক্ত।

আজ শুক্রবার বাদ জুমা মরহুমের জানাজার নামাজ শেষে তাঁকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয়।

এবি

Link copied!