Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৫, ২০২৩, ১২:১৯ পিএম


ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি

রাজধানীর ঢাকায় মৌসুমের প্রথম বৃষ্টি হয়েছে। আজ সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা ছিল। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে।

বুধবার (১৫ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

খুলনা, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের ওপর দিয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত, শিলাবৃষ্টি হতে পারে বলেও আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুমিল্লা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এআরএস

Link copied!