Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, কৃষকদের জন্য বিশেষ পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৬, ২০২৩, ১০:৪৬ এএম


কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা, কৃষকদের জন্য বিশেষ পরামর্শ

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খান জানান আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, আগামী ১৭ থেকে ২২ মার্চ দেশের সব জেলায় হালকা থেকে ভারী বৃষ্টি পাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ও হতে পারে। এ অবস্থায় কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের বাংলাদেশ কৃষি আবহাওয়া তথ্য পোর্টাল (বামিজ) কৃষকদের জন্য বিশেষ কিছু কৃষি আবহাওয়া পরামর্শ প্রদান করেছে।

পরামর্শগুলোহলো-
১। সেচ, সার ও বালাই নাশক প্রয়োগ থেকে বিরত থাকুন।
২। পরিপক্ব ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ জায়গায় রাখুন।
৩। বোরো ধানে ব্যাকটেরিয়া ললিফব্লাইট রোগ দেখা দিতে পারে। এ রোগ থেকে ফসলকে রক্ষা করার জন্য ঝড় বৃষ্টি থেমে যাওয়ার পর বিঘা প্রতি পাঁচ কেজি পটাশ সার এবং ৩.৫ কেজি জিপসাম প্রয়োগ করতে হবে। তবে ধান গাছ যদি থোড় অবস্থা পার হয়ে থাকে তাহলে ১০ লিটার পানিতে ৬০ গ্রাম পটাশ সার, ৬০ গ্রাম থিওভিট এবং ২০ গ্রাম জিংক ভালো ভাবে মিশ্রিত করে ৫ শতাংশ জমিতে স্প্রে করতে হবে। ঝড় বৃষ্টির পরপর ইউরিয়া সার প্রয়োগ বন্ধ রাখুন।

৪। জমিতে যেন পানি জমে থাকতে না পারে সেজন্য নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন।
৫। বোরো ধানের জমির আইল উঁচু করে দিন।
৬। দণ্ডায়মান কলাগাছ, আখ ও উদ্যান তাত্ত্বিক ফসলের জন্য খুঁটির ব্যবস্থা করুন।
৭। বৃষ্টিপাতের পর জো অবস্থা এলে পাট ও সব্জি বীজ বপন করুন।

আরএস

Link copied!