Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে

বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে আলোচনা সভা ও সুষম খাবার বিতরণ

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৬, ২০২৩, ০৯:২২ পিএম


বঙ্গবন্ধুর শুভ জন্মদিনে আলোচনা সভা ও সুষম খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে আগামীকাল ১৭ মার্চ শুক্রবার সকাল ১১টায় রাজধানীর সবুজবাগস্থ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার-এর ধর্মরাজিক অনাথালয়ে এক আলোচনা সভা ও সুষম খাবার বিতরণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার দিব্যেন্দু বিকাশ চৌধুরী বড়ুয়া, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সাধারণ সম্পাদক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া।

এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

এআরএস

Link copied!