Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

মো. মাসুম বিল্লাহ

মার্চ ১৯, ২০২৩, ১১:৪০ এএম


দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা
গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যেই দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা - ছবি : সংগৃহীত

গুঁড়িগুঁড়ি বৃষ্টির আওয়াজে আজ ঘুম ভেঙেছে ঢাকাবাসীর। এ বৃষ্টির মাঝেও ঢাকার বাতাসের মান ‍‍`অস্বাস্থ্যকর‍‍` অবস্থায় রয়েছে। রোববার সকাল ৯টা ২০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯৬ নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানীর অবস্থান শীর্ষে। খবর: ইউএনবি

দক্ষিণ কোরিয়ার ইনচিওন ও মিয়ানমারের ইয়াঙ্গুন যথাক্রমে ১৭৫ ও ১৮৪ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেছে।

একিউআই স্কোর ১৫১ থেকে ২০০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‍‍`খুব অস্বাস্থ্যকর‍‍` বলে মনে করা হয় এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‍‍`ঝুকিপূর্ণ‍‍` হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে, সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ু দূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদফতর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে- ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

আরএস

Link copied!