Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ইয়াবাসহ আটক যুবককে কারাদণ্ড

লালমোহন (ভোলা) প্রতিনিধি

লালমোহন (ভোলা) প্রতিনিধি

মার্চ ২৩, ২০২৩, ০৪:৩১ পিএম


ইয়াবাসহ আটক যুবককে কারাদণ্ড

ভোলার লালমোহনে পাঁচ ইয়াবাসহ মো. শাহিন গাজী (৪৪) নামের এক যুবককে আটক করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম।

লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খাল পাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় ওই ব্যক্তিকে তল্লাশি চালিয়ে পাঁচ ইয়াবা পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যুবক শাহিন গাজীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান মাহমুদ ডালিম।

এ ব্যাপারে তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ অধিদফতর ও লালমোহন থানা পুলিশের সঙ্গে অভিযান পরিচালনাকালে সংবাদ পাই এক ব্যক্তি মাদকসেবন করছেন। এ সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে শাহিন গাজী নামের ওই ব্যক্তিকে মাদকসেবন অবস্থায় ইয়াবাসহ হাতেনাতে আটক করি। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করা হয়।

আরএস

Link copied!