মার্চ ২৭, ২০২৩, ১২:৩৮ এএম
ঢাকা লেডিস ক্লাবে মহান স্বাধীনতা দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ মার্চ) ক্লাবের কর্মসূচির মধ্যে আলোচনা সভা, মহিলা মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদানসহ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী মিনু হক। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে বলেন, আমরা মুক্তিযুদ্ধ করেছি দেশকে স্বাধীন করার পাশাপাশি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য। ৫২ বছরের মধ্যে দেশ অনেক এগিয়ে গেছে কিন্তু কাঙ্খিত লক্ষ্যে এখনও পৌঁছানো যায়নি। তাই তিনি সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির, সহ-সভাপতি প্রফেসর শবনম সুলতানা ও রুবাবা জলিল।
এতে সভাপতিত্ব করেন ঢাকা লেডিস ক্লাবের সভাপতি আনিসা হক। তিনি তার বক্তব্যে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় যে সকল মা-বোনেরা প্রাণ দিয়েছে, ইজ্জত হারিয়েছেন সেই লাখো শহিদের প্রতি তিনি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মুক্তিযুদ্ধের সময় নারীদের ভূমিকা কোনোভাবে অস্বীকার করা যাবে না। তাদের অবদানের ফলে আমরা স্বাধীন মা মাটি পেয়েছি এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকে পরাধীনতার শিকল থেকে মুক্ত।
এবছর রমজান মাসে স্বাধীনতা দিবস হওয়ায় অনুষ্ঠান শেষে দেশের সুখী-সমৃদ্ধর জন্য দোয়া মাহফিল ও ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।