Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪,

এসি ব্যবহারে গ্রাহকদের ৫ সতর্কতা ডিপিডিসির

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৪, ২০২৩, ০৯:২১ পিএম


এসি ব্যবহারে গ্রাহকদের ৫ সতর্কতা ডিপিডিসির

বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের এসি ব্যবহারে সতর্কতার আহবান জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)। মঙ্গলবার (৪ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।

ডিপিডিসি বিজ্ঞপ্তিতে ৫ টি পরামর্শ দিয়েছে গ্রাহকদের। দুর্ঘটনা এড়াতে গ্রাহকদের সতর্ক থাকার অনুরোধ করা করেছে। পাশাপাশি কিছু ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়। সেগুলো হলো-

১/ অব্যবহৃত এসি চালু করার পূর্বে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা সার্ভিসিং করা।
২/ এসির এয়ার ফিল্টার, ফ্যান, কয়েল, কন্ডেন্সার ফিল্টার নিয়মিত পরিষ্কার করা।
৩/ হাই ভোল্টেজ এড়াতে ভালো মানের সার্কিট ব্রেকার ব্যবহার করা।
৪/ কক্ষের আয়তন অনুসারে সঠিক লোড অনুপাতে এসি ব্যবহার করা।
৫/ বেইজমেন্ট বা রুদ্ধ স্থানে যেন গ্যাস না জমে সেটা নিশ্চিত করা।

বিজ্ঞপ্তিতে তারা জানায়, শীত শেষে গরম শুরুর প্রাক্কালে এসি চালু করার সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটছে। কক্ষের লোড অনুপাতে এসি ব্যবহার না করা, নিম্নমানের এসির ব্যবহার, সঠিক রক্ষনাবেক্ষনের অভাব ও কারিগরি ত্রুটির কারণে এসির বিস্ফোরণের মতো দুর্ঘটনা ঘটে থাকে।

আরএস

Link copied!