হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৩, ০১:০৮ পিএম
হরিণাকুণ্ড (ঝিনাইদহ) প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২৩, ০১:০৮ পিএম
ঝিনাইদহের হরিণাকুণ্ডে আগুনে পুড়ে গেছে অন্তত ৫০ বিঘা জমির পানের বরজ। এতে ৫০ থেকে ৬০ জন কৃষকের প্রায় আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সোমবার (১০ এপ্রিল) সকাল দশটার দিকে উপজেলার পারদখলপুর শ্রীরামপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে স্থানীয়দের অভিযোগ, অগ্নিকাণ্ডের সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ায় মাঠের সেচ পাম্পগুলো অচল হয়ে পড়ে। এতে পানির অভাবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
কৃষক মারুফ লস্কর বলেন, সকালে মাঠে কয়েকজন কৃষক কাজ করার সময় পানের বরজে আগুন দেখতে পান। পরে তাদের চিৎকারে মাঠে গিয়ে দেখি পানের বরজে দাউ দাউ করে আগুন জ্বলছে। আমারও দুই বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি অভিযোগ করেন, আগুন লাগার পরই বিদ্যুৎবিভাগ থেকে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়। এতে মাঠে থাকা সেচপাম্প অচল হয়ে পড়ে। তাই আমরা আগুন নেভাতে পারিনি। যদি বিদ্যুৎ বন্ধ করে না দেওয়া হতো তাহলে সেচপাম্প থেকে পানি দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যেত।
ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম অনিক অধিকারীর কাছে বিদ্যুৎ বন্ধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আসলে আগুন লাগার পর সেটি বিদ্যুতের লাইনের মাধ্যমে যেন ছড়িয়ে না পড়ে সেজন্যই বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়।
ফারুক হোসেন নামে ক্ষতিগ্রস্ত আরও এক কৃষক বলেন, তারও দুই বিঘা পানের বরজ পুড়ে গেছে। এতে তার অন্তত ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এই আগুনে সবমিলিয়ে কৃষকদের প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
হরিণাকুণ্ড ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা জামাল উদ্দিন জানান, বিড়ি সিগারেট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে।
এআরএস