Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ধোঁয়ায় অসুস্থ হচ্ছেন ফায়ার ফাইটাররা

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৫, ২০২৩, ০৯:৫৪ এএম


ধোঁয়ায় অসুস্থ হচ্ছেন ফায়ার ফাইটাররা

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুনের ধোঁয়ায় কয়েকজন ফায়ার ফাইটার অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছে বিজিবি র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

এছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং হতাহতের খবর জানাতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে।

এআরএস

Link copied!