Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

নিউ মার্কেটমুখী সব সড়ক বন্ধ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৫, ২০২৩, ১১:০০ এএম


নিউ মার্কেটমুখী সব সড়ক বন্ধ

রাজধানীর নিউমার্কেট সংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে নিউ মার্কেটমুখী আশেপাশের সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন লাগার পরেই পুলিশ ঘটনাস্থলে এসে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। সড়কে শুধু ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

রাজধানীর নিউমার্কেটের পেছনের দিকে নিউ সুপার মার্কেটে আজ ভোরে এই আগুন লাগার ঘটনা ঘটেছে। ৫টা ৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করে। এখন কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর অগ্নি নির্বাপণ সাহায্যকারী দল। এছাড়া বিমানবাহিনীর হেলিকপ্টারও প্রস্তুত রয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি ও পুলিশ।

এআরএস

Link copied!