Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ট্রেনের গতি কমলো ৩০ কিলোমিটার

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৫, ২০২৩, ০৪:৩১ পিএম


ট্রেনের গতি কমলো ৩০ কিলোমিটার

তীব্র দাবদাহে আন্তনগর ট্রেনের গতি ৩০ কিলোমিটার কমিয়ে ৭০ কিলোমিটার করা হয়েছে জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, গতি কমলেও এতে শিডিউল বিপর্যয় হবে না। শিডিউল বিপর্যয় বলা হবে যখন কোনো দুর্ঘটনার জন্য ট্রেন দেরি করবে। ৩০ মিনিট দেরি হলেই শিডিউল বিপর্যয় বলা হয়৷ এটা বলা মানে অবিচার করা।

শনিবার (১৫ এপ্রিল) ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

ঈদযাত্রায় যাতে বিনা টিকিটে কেউ ভ্রমণ করতে না পারে সে জন্য কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশনে বাড়তি সতর্কতা ও নজরদারি নেওয়া হয়েছে বলে জানান তিনি।

রেলমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যাত্রীসেবার মান বাড়ানোতে। কোনো হয়রানি ছাড়া যেসব যাত্রীরা টিকিট কেটে যাবেন তারা যেন নিরাপদে ও যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছি। সারাবছর রেলকে একটা সিস্টেমে আনতে চাইলেও ঈদের সময় সেটি ভেঙে পড়ে। কিন্তু এবার শতভাগ টিকিট অনলাইনে দেওয়া হয়েছে। এখন আর আগের চিত্র নেই।

মন্ত্রী বলেন, যদি ঈদ ২৩ এপ্রিল হয় তাহলে ২২ তারিখের টিকিট বিক্রি হবে। সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এবার বাইরে থেকেই গেট করা হচ্ছে। যারা বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে চাইবেন তাদের বাইরে থেকেই আটকে দেওয়া হবে বলে জানান তিনি।

আরএস

Link copied!