Amar Sangbad
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪,

দাবদাহ নিয়ে সুখবর নেই

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৬, ২০২৩, ১২:৪০ পিএম


দাবদাহ নিয়ে সুখবর নেই

রাজধানী ঢাকায় গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। যা এ মৌসুমে সর্বোচ্চ তাপমাত্রা।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজও ঢাকার আবহাওয়া একই থাকবে। একইসঙ্গে আগামী ৩ দিনের মধ্যে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

আজ রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর ইসলাম এ তথ্য জানান।

বেলা ১১টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এছাড়া ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের অন্যত্র মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্তমানে ঢাকার বাতাসের গতিবেগ ৬ থেকে ১২ কিলোমিটার। যা পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে বয়ে চলছে।

এআরএস

Link copied!