Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪,

সারা দেশে তীব্র দাপদাহ

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ালেন শায়খ আহমাদুল্লাহ

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৭, ২০২৩, ১২:৫৯ পিএম


বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়ালেন শায়খ আহমাদুল্লাহ

সারা দেশে প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত জনজীবন। কাঠফাটা রোদে অতিষ্ঠ প্রাণিকুল। বৃষ্টি না হওয়ার কারণে নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। সাধারণ মানুষ রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে।

মৃদু থেকে তীব্র দাবদাহ বইছে সারা দেশে। প্রচণ্ড গরমে দেশে হিট স্ট্রোকে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে। তাই বৃষ্টির আশায় মুসল্লিদের নিয়ে বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক ও আস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। 

সোমবার সকাল ১০টায় রাজধানীর আফতাবনগরের এল ব্লক খেলার মাঠে ইসতিসকার নামাজ অনুষ্ঠিত হয়।

বিশেষ এ নামাজে কয়েকশ মুসল্লি অংশ নিয়েছেন। এতে ইমামতি করেন শায়খ আহমাদুল্লাহ। পরে আরবিতে খুতবা দেন তিনি। যেখানে তীব্র গরমের কথা উল্লেখ করে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন।
নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়। এ সময় চলমান বৈশ্বিক সংকটের থেকে মুক্তির দোয়াও করা হয়।  

এর আগে রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নামাজে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান শায়খ আহমাদুল্লাহ। 

ওই পোস্টে তিনি লিখেন, গরমের তীব্রতা চরমে পৌঁছেছে। জন-জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এরকম পরিস্থিতিতে রাসূলুল্লাহ (সা.) লোকদের নিয়ে ইসতিসকার (বৃষ্টিপ্রার্থনা) সালাত আদায় করতেন। 

এইচআর

Link copied!