Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

যেসব এলাকায় ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না

মো. মাসুম বিল্লাহ

এপ্রিল ১৯, ২০২৩, ১১:২৮ এএম


যেসব এলাকায় ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (১৯ এপ্রিল) তিতাস গ্যাসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ২৩ এপ্রিল, ২০২৩ তারিখ দিবাগত রাত ১২.১মি. থেকে ২৬ এপ্রিল বুধবার রাত ১২ টা পর্যন্ত মোট ৭২(বাহাত্তর) ঘণ্টা  লক্ষণখোলা, রুপসী, রুপগঞ্জ, ভুলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাবো, পেরাবো এলাকায় সকল শ্রেণির  গ্রাহকের এবং সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাষ্ট্রিজ-এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও এ সময়ে আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা,  নারায়ণগঞ্জ. ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানিগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরীর দক্ষিনাংশে  গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে ।

সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত প্রকাশ করে।

এআরএস

Link copied!