এপ্রিল ২২, ২০২৩, ০৮:০৬ পিএম
টানা কয়েকদিন তাপপ্রবাহের পর ঈদের দিন সারাদেশে বৃষ্টিপাত হবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।সে অনুযায়ী, ঈদের বিকালে বৃষ্টিতে ভিজল রাজধানী।
শনিবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর আকাশ কালো করে মেঘ জমে। এরপর বিভিন্ন এলাকায় শুরু হয় বৃষ্টি; যদিও পরিমাণ ছিল সামান্য।
আবহাওয়া অফিস জানিয়েছে, বিকাল ৫টার পর রাজধানীর প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। বৃষ্টি বেশি সময় স্থায়ী না হলেও তাপমাত্রা কমাতে ভূমিকা রাখবে।
সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড় হতে পারে।
আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তরের দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টি হয়। আর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৮ মিলিমিটার এবং সিলেটে ও কিশোরগঞ্জের নিকলিতে ১১ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আরএস