Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

সারাদেশে শ্রমিক কল্যানের মে দিবস পালন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২৩, ০৯:৫৩ পিএম


সারাদেশে শ্রমিক কল্যানের মে দিবস পালন

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান বলেছেন, শ্রমিকরা শ্রমের বিনিময়ে মালিক হতে চায় না। তারা তাদের শ্রমের ন্যায্য মূল্য চায়। শ্রমের বিনিময়ে শ্রমিকরা মানুষের মত করে বাঁচতে চায়।

সোমবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেডারেশনের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে শ্রম অধিদপ্তরের সামনে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

মহানগরী সভাপতি আব্দুস সালাম-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান-এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুজিবুর রহমান ভূইয়া। 

এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর হোসাইন, দপ্তর সম্পাদক নুরুল আমিন, ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, সাহায্য ও পুর্নবাসন সম্পাদক আবুল হাশেম, মহানগরী সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুম, নজরুল ইসলাম প্রমুখ। 

ঢাকা মহানগরের উত্তরের বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেডারেশনের ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে রাজধানীর পল্টনে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগরী সভাপতি মো. মহিব্বুল্লাহ-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান। 

প্রধান বক্তা ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তা বলেন, দেশে শ্রমিক দিবস আসে আবার চলে যায়। কিন্তু বাংলাদেশের শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয় না। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের ৬ কোটি শ্রমজীবী মানুষ অধিকার বঞ্চিত, নির্যাতিত নিপীড়িত। 

শ্রমিকরা ন্যায্য মজুরি পাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রে বিনা নোটিশে শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। সরকার কর্তৃক বস্ত্র, পাটকলসহ অসংখ্য কল-কারখানা বন্ধ করার কারণে লাখো লাখো শ্রমিকরা বেকার হয়ে পড়ছে। এতে আরও অংশগ্রহণ করেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন, মহানগরী সহ-সভাপতি মিজানুল হক, সহ-সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, আব্দুল মান্নান পান্না, হোসাইন আহমদ, সাইফুল ইসলাম, সুলতান মাহমুদ।

সারাদেশের নিম্নোক্ত শাখায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের কর্মসূচি পালিত হয়েছে:

চট্টগ্রাম মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল আহমদ ভূঁইয়া-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন নগরের প্রধান উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান।

এতে আরও উপস্থিত ছিলেন নগরের সহ-সভাপতি নজির হোসেন, আবু তালেব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক শিহাব উল্লাহ, শ্রমিকনেতা আসাদ, নুরুন্নবী, মনিরুল ইসলাম প্রমুখ।

সিলেট মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে সিলেট মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাওলানা সোহেল আহমদ। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী।

এতে আরও উপস্থিত ছিলেন মহানগরের সহ-সভাপতি ফারুকুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক কফিল উদ্দীন, আক্কাস আলী, সাজ্জাদুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম মনোয়ার প্রমুখ।

খুলনা মহানগরী: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে খুলনা মহানগরীর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি আজীজুল ফারাজী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজুর রহমান-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য খান গোলাম রসুল। িএতে আরও উপস্থিত ছিলেন শ্রমিকনেতা শাখাওয়াত হোসেন, খলিলুর রহমান, শহিদুল ইসলাম, আক্তারুজ্জামান সুমন প্রমুখ।

কুমিল্লা মহানগরী: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কুমিল্লা মহানগরীর আদর্শ সদর উপজেলা রাজ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি নিজাম উদ্দীন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর সভাপতি কাজী নজির আহমদ। বিশেষ অতিথি মহানগরী সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম।

গাজীপুর মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গাজীপুর মহানগরের অটো মোবাইল ওয়ার্কশপ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন সভাপতি নূরে আলম ভূঁইয়া-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি ফারদিন হাসান হাসিব।

বরিশাল মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বরিশাল মহানগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মহানগর সভাপতি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মহানগর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রংপুর মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক সভাপতি এডভোকেট কাওসার আলী।

রাজশাহী মহানগরী: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা, পবা উপজেলা ও নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে পৃথকভাবে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন।

বরিশাল জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বরিশাল জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি এডভোকেট জহির উদ্দীন ইয়ামিন-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

ঢাকা জেলা উত্তর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা উত্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মনসুর রহমান।

ঢাকা জেলা দক্ষিণ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ঢাকা জেলা দক্ষিণের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি আব্দুল্লাহ হিরা-এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলার প্রধান উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি অঞ্চল সহকারী পরিচালক এস এম শাহজাহান।

বগুড়া শহর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বগুড়া শহরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহর সভাপতি আজগর আলী-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মতিন।

এতে আরও উপস্থিত ছিলেন শহর সহ-সভাপতি লুৎফর রহমান, রবিউল ইসলাম রাজ, শাহীনুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান।

নোয়াখালী জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নোয়াখালী জেলার সদর উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সভাপতি এডভোকেট জহিরুল আলম।

নরসিংদী জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নরসিংদী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি শামসুল ইসলাম তালুকদার।

চট্টগ্রাম জেলা দক্ষিণ: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা দক্ষিণের লোহাগাড়া উপজেলা উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি মাওলানা নুর হোসাইন।

কক্সবাজার জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কক্সবাজার জেলার শহর শাখা, উখিয়া, পেকুয়া উপজেলার উদ্যোগে পৃথকভাবে বর্ণাঢ্য র‌্যালি, শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি শামসুল আলম বাহাদুরসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেনী জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফেনী জেলার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি ফারুক হোসেন।

ফরিদপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ফরিদপুর জেলার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মাদারীপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মাদারীপুর জেলার উদ্যোগে আলোচনা সভা ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে গাজীপুর জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কুষ্টিয়া জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁ জেলা পূর্ব: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে নওগাঁ জেলা পূর্বের উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পাবনা জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পাবনা জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বরগুনা জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে বরগুনা জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা জেলা উত্তর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা উত্তরের উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দীন

মেহেরপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে মেহেরপুর জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ময়মনসিংহ জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পটুয়াখালী জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পটুয়াখালী জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে পিরোজপুর জেলার উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহী জেলা পশ্চিম: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে রাজশাহী জেলা পশ্চিমের উদ্যোগে র‌্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যশোর শহর: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে যশোর শহরের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও সামষ্টিক ভোজ অনুষ্ঠিত হয়েছে।

এইচআর

Link copied!