Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

উলিপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

মে ৩, ২০২৩, ০৩:৫৮ পিএম


উলিপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন বাদল (১৯) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (০৩ এপ্রিল) বেলা ১১টায় উলিপুর-রাজারহাট সড়কে টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায়।

বাদল পৌর শহরের নারিকেল বাড়ী কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবু‍‍`র ছেলে ও উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

বাদল বুধবার বেলা ১১টায় উলিপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে টিএনটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়।

স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে দায়িত্বরত ডা. ফারিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

এআরএস

Link copied!