Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

‘আজমত উল্লাহর ব্যাখায় কমিশন সন্তুষ্ট’

মো. মাসুম বিল্লাহ

মে ৭, ২০২৩, ০৫:৫৩ পিএম


‘আজমত উল্লাহর ব্যাখায় কমিশন সন্তুষ্ট’

আচরণবিধি লঙ্ঘন নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের নৌকার প্রার্থী আজমত উল্লাহ খান যে ব্যাখ্যা দিয়েছেন তাতে সন্তুষ্ট নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানিয়েছেন, নির্বাচনের সার্বিক ব্যবস্থা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন নৌকার প্রার্থী।

রোববার (৭ মে) বিকেলে নির্বাচন কমিশনে আজমত উল্লা খান আচরণবিধি লঙ্ঘনের দায়ে শোকজের জবাব দেওয়ার পর সিইসি কাজী হাবিবুল আউয়াল সন্তুষ্টির কথা জানান।

প্রায় পৌনে এক ঘণ্টা কমিশনের কাছে অভিযোগের ব্যাখা দেন আজমত উল্লা। পরে নৌকার প্রার্থী দাবি করেন, তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। তবুও কমিশন কোনো ব্যবস্থা নিতে চাইলে তা মেনে নেবেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হন সিইসি। হাবিবুল আউয়াল বলেন, আজমত উল্লা খান অত্যন্ত বিনয়ের সঙ্গে আমাদের কাছে আচরণবিধি লঙ্ঘনের ব্যাখ্যা দিয়েছেন।

সিইসি বলেন, আজমত উল্লাহ খানের ব্যাখায় কমিশন সন্তুষ্ট। তিনি দুঃখপ্রকাশ করায় এ নিয়ে আর কোনো তদন্ত করা হবে না।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভবিষ্যতে কোনো আচরণবিধি লঙ্ঘন হবে না বলে কমিশনের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন আজমত উল্লা খান।

রাতারাতি নির্বাচনী সংস্কৃতি পরিবর্তন হওয়া সম্ভব নয় বলে মনে করেন সিইসি। তবে পাঁচ সিটিতে আচরণবিধির প্রশ্নে কমিশন কঠোর থাকবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

আরএস

Link copied!