Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

মে ১০, ২০২৩, ০৩:৫৩ পিএম


আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
ফাইল ছবি

‘আরাভ খানকে ফিরিয়ে আনা অসম্ভব কিছু নয়। বাংলাদেশ পারে না এমন কিছু নেই।’

বুধবার (১০ মে) পুলিশ স্টাফ কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে আরাভ খানকে ফিরিয়ে আনা প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের এ কথা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আরাভ খানের বিরুদ্ধে এদেশে একটি অস্ত্র মামলায় দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে এর আগে থেকেই আমরা আরাভ খানকে দেশে আনার জন্য আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছি। সেজন্যই বলা যেতে পারে যেকোনো সময় তাকে দেশে আনতে পারব আমরা। সেভাবে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সবই পারে বাংলাদেশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আরাভ খান কোন পাসপোর্টে দুবাই গেছেন তা আমরা তাকে দেশে আনার পরই বলতে পারবো। এজন্য আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি কিভাবে গেছেন তা এখনই আমরা বলতে পারবো না। ইন্ডিয়ার পাসপোর্ট কিভাবে পেলেন তাও আমরা তদন্তের মাধ্যমে জানতে পারবো। সেজন্য অপেক্ষা করতে হবে।

আরএস 

Link copied!