Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো : জায়েদা খাতুন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর প্রতিনিধি

মে ২৫, ২০২৩, ১১:৩৪ এএম


এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো : জায়েদা খাতুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে টেবিল ঘড়ি প্রতীকে স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ভোট দিয়েছেন। এ সময় জায়েদা খাতুন সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো। সুষ্ঠু ভোট হলে, আমি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেব।’

বৃহস্পতিবার (২৫ মে) সকাল ১০টার পর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম তার সঙ্গে ছেলে উপস্থিত ছিলেন।

জায়েদা খাতুনের অভিযোগ, ‘বৃহস্পতিবার সকালে ভোটের শুরুতে বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল।’ এ ছাড়া প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করে তিনি সঠিক সময়ের মধ্যে নির্বাচন কমিশনের কাছে ভোট গ্রহণের দাবি জানান।

উল্লেখ্য, সিটি করপোরেশনের ৪৮০টি কেন্দ্রে রয়েছে। এ নির্বাচনে ৩৩৪ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিচ্ছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী। এর মধ্যে সাধারণ ওয়ার্ডে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে লড়বেন ৩৩৩ জন প্রার্থী।

সিটির ৫৭টি ওয়ার্ডে এই নগরের এবারের নির্বাচনে মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন, নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার আছে ১৮ জন।

এইচআর

Link copied!