Amar Sangbad
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪,

জাতীয় বাজেট ২০২৩-২৪

বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি

মো. মাসুম বিল্লাহ

জুন ১, ২০২৩, ০৮:৩৩ পিএম


বাজেট অধিবেশন ৪ জুন পর্যন্ত মুলতবি

জাতীয় সংসদে চলমান ২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অধিবেশন আগামী ৪ জুন পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) রাতে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাজেট অধিবেশন মুলতবি ঘোষণা করেন।

এদিন বিকেল ৩টায় সংসদে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি আওয়ামী লীগ সরকারের তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর পঞ্চম এবং শেষ বাজেট অধিবেশন। আগামী ৪ জুন বিকেল ৫টায় পুনরায় মুলতবি হওয়া বাজেট অধিবেশন বসবে।

তথ্যমতে, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পাস হবে আগামী ২৬ জুন। তার আগে ২৫ জুন ২৩-২৪ অর্থবছরের অর্থবিল পাস করা হবে। বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।

আরএস

Link copied!