Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

রাশিয়া থেকে সার কিনবে সরকার

মো. মাসুম বিল্লাহ

জুন ২, ২০২৩, ০৪:২৪ পিএম


রাশিয়া থেকে সার কিনবে সরকার

রাশিয়া থেকে এক লাখ ৮০ হাজার টন এমওপি সার কিনবে সরকার।

শুক্রবার (২ জুন) কৃষি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, আগামী ২০২৩-২৪ অর্থবছরে রাশিয়া থেকে এই সার কেনা হবে। এরই মধ্যে বৃহস্পতিবার (১ জুন) মস্কোয় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার স্টেট করপোরেশন পোডিনটর্গের মধ্যে এ বিষয়ক চুক্তি স্বাক্ষর হয়েছে।

বিএডিসির চেয়ারম্যান আব্দুল্লাহ সাজ্জাদ ও পোডিনটর্গের মহাপরিচালক আন্দ্রেই সের্গেইভিচ চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বিএডিসির সদস্য পরিচালক আব্দুস সামাদ ও কৃষি মন্ত্রণালয়ের উপপ্রধান বদিউল আলম উপস্থিত ছিলেন।

এইচআর

Link copied!