Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কোরবানির পশুর হাট ঘিরে বিশেষ ব্যবস্থা

মো. মাসুম বিল্লাহ

জুন ১৮, ২০২৩, ০৭:৪৪ পিএম


কোরবানির পশুর হাট ঘিরে বিশেষ ব্যবস্থা

এবার কোরবানির পশুর চার হাজার ৩৯৯টি হাট বসবে সারা দেশে। সব পশুর হাট ও গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে ওয়াচ টাওয়ার বসাবে আইনশৃঙ্খলা বাহিনী। একইসঙ্গে এসব জায়গা সিসি ক্যামেরার মাধ্যমেও মনিটর করা হবে। সারা দেশে সড়ক-মহাসড়কে কোনও ধরনের পশুরহাট বসানো যাবে না। সুনির্দিষ্ট তথ্য ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীও কোনও পশুবাহী যানবাহন থামাতে পারবে না।  

ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আজ রবিবার (১৮ জুন) এসব তথ্য জানান। কোরবানির ঈদ ও পশুর হাট ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী যেসব ব্যবস্থা নিচ্ছে, সে ব্যাপারে মন্ত্রী সাংবাদিকদের ব্রিফ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশুরহাটে হাসিলের সাইনবোর্ড দৃশ্যমান জায়গায় হতে হবে। জালনোট শনাক্তকরণ মেশিন ও এটিএম বুথ থাকবে পশুর হাটে।

বাস, ট্রেন ও লঞ্চঘাটে নিরাপত্তা বাহিনীর লোক

বাস, ট্রেন ও লঞ্চঘাটে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর লোক থাকবে বলেও এসময় তিনি উল্লেখ করেন। মন্ত্রী বলেন, ঈদ সামনে রেখে যানবাহনের যেন বেশি ভাড়া যাতে না নেওয়া হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে মনিটরিং করার জন্য।

তিনি জানান, যানজট নিরসনে ওয়াচ টাওয়ার থাকবে। ২৪টি স্থানকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এর জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এজন্য জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বয় করে কাজ করবে।

নৌপথে আসা কোরবানির পশুর জন্য নৌ-পুলিশ বিশেষ দায়িত্ব পালন করবে।

গার্মেন্ট শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান

তিনি আরও জানান, গার্মেন্ট শ্রমিকদের জুন মাসের ১৫ দিনের বেতন এবং ঈদের বোনাস ঈদের ছুটির আগেই দেওয়ার জন্য মালিকদের বলা হয়েছে। মালিকরাও দিয়ে দেবেন বলে কথা দিয়েছেন। বেতন-বোনাসকে ঘিরে যেন অশান্তি তৈরি না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে থাকবে।

বিদেশ থেকে কোনও পশু আসতে দেওয়া হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোরবানির ঈদ উপলক্ষে পার্শ্ববর্তী দেশ থেকে কোনও পশু আসতে দেওয়া হবে না। এরপরও মিয়ানমার থেকে মাঝে মাঝে পশু ভেতরে চলে আসে। সেখান থেকে যেন কোনোভাবেই পশু ঢুকতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

আরএস

Link copied!