Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঈদুল আজহায় ঢাকায় সারাদিন বৃষ্টির সম্ভাবনা

মো. মাসুম বিল্লাহ

জুন ২৬, ২০২৩, ০৮:৫৮ পিএম


ঈদুল আজহায় ঢাকায় সারাদিন বৃষ্টির সম্ভাবনা

ঈদুল আজহায় ঢাকায় সারাদিনই বৃষ্টি হতে পারে। এ ছাড়া আশপাশের জেলাগুলোতে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২৬ জুন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ঈদের দিন দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাত একটু বেশি থাকবে। অন্যদিকে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে কিছুটা কম থাকবে বৃষ্টি।

তিনি বলেন, ঈদের দিন ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা অঞ্চলে বৃষ্টিপাত বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় তিনটি বিভাগ বরিশাল, খুলনা ও চট্টগ্রাম রয়েছে, সেখানে এবং উত্তরের রংপুর ও রাজশাহী বিভাগে বৃষ্টি প্রবণতা কম থাকতে পারে।

ঈদের দিন ঢাকায় রোদ থাকার সম্ভাবনা কম। এদিন ঢাকার আকাশ বৃষ্টির সঙ্গে মেঘলা থাকবে বলেও জানান আবহাওয়াবিদ মো. ওমর ফারুক।

উল্লেখ্য, আগামী ২৯ জুন সারাদেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

আরএস

Link copied!