Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বায়ু দূষণের শীর্ষে টরেন্টো, ঢাকার বায়ুর মানে উন্নতি

মো. মাসুম বিল্লাহ

জুলাই ১, ২০২৩, ০৯:৪৭ এএম


বায়ু দূষণের শীর্ষে টরেন্টো, ঢাকার বায়ুর মানে উন্নতি

বায়ু দূষণের শীর্ষে আজ কানাডার টরেন্টো। অন্যদিকে, ঈদের ছুটিতে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (১ জুলাই) সকাল ৮টা ৫৫ মিনিটে দূষণের মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা টরেন্টোর দূষণ স্কোর হচ্ছে ১৬০ অর্থাৎ সেখানকার বায়ুর মান ‘অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং শহরটির স্কোর হচ্ছে ১৫৩। অর্থাৎ সেখানকার বায়ুর মানও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির স্কোর হচ্ছে ১৫২ অর্থাৎ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

এদিকে, বায়ুদূষণের তালিকায় রাজধানী ঢাকা রয়েছে ২৪ নম্বরে এবং স্কোর হচ্ছে ৭০ অর্থাৎ এখানকার বায়ুর মান মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আরএস

Link copied!