Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

কোরআন অবমাননা

সুইডিশ দূতকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২, ২০২৩, ০৫:৫১ পিএম


সুইডিশ দূতকে ডেকে বাংলাদেশের প্রতিবাদ

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ঢাকার সুইডেন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে পাঠা‌নো এক বার্তায় এ তথ‌্য জানা‌নো হ‌য়ে‌ছে।

গত ২৮ জুন ঈদুল আজহার দিন সুইডেনের রাজধানী স্টকহোমের সবচেয়ে বড় মসজিদের সামনে পবিত্র কোরআনের কপি পোড়ায় ইরাকি যুবক সালওয়ান মোমিকার। এরও আগে কোরআন পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানায় সুইডেনের একটি আদালত। এরপরই এমন কাণ্ড ঘটায় মোমিকার। ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন মুসলিম বিশ্বের নেতারা।

এমনকি এমন ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়েছেন অনেক অমুসলিম নেতাও। ক্ষোভের ঝড় উঠেছে মুসলিম দেশগুলোতে। কিছু মুসলিম দেশ সংশ্লিষ্ট সুইডিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানিয়েছে।

কোরআন পোড়ানোর ঘটনায় জরুরি বৈঠক আহ্বান করেছে মুসলিমপ্রধান দেশগুলোর জোট অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। আগামী সপ্তাহে সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় সংস্থাটির সদর দপ্তরে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।

আরএস

Link copied!