Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

মাশরাফীসহ তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

জুলাই ৭, ২০২৩, ০৪:২৯ পিএম


মাশরাফীসহ তামিমকে ডেকেছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ ওয়ানডে দলের সদ্য সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে আছেন টাইগার সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাও।

শুক্রবার (৭ জুলাই) সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ড্যাশিং ওপেনার তামিম। এরপর মাশরাফীর সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন।

তামিমের ঘনিষ্ঠ একটি সূত্র নিশ্চিত করেছে, অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে তাকে ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে ঘটা করে সংবাদ সম্মেলন আয়োজন করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তবে দেশসেরা ওপেনারের এমন আকস্মিক সিদ্ধান্তের কোনো সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।।

জানা গেছে, আজ (৭ জুলাই) সকালেই চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। আগামী ১৮ জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। তার আগে আজ দেখা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

এইচআর

Link copied!