Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ত্রিশালে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

জুলাই ১৭, ২০২৩, ০৩:৫৬ পিএম


ত্রিশালে দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে ত্রিশাল পৌর মিলনায়তনে "অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারন" শীর্ষক বিতর্ক প্রতিযোগীতায় পক্ষে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়, বিপক্ষে শুকতারা বিদ্যানিকেতন অংশ গ্রহন করে। বিচারকদের বিচারে চ্যাম্পিয়ন হয়েছেন শুকতারা বিদ্যানিকেতন।

বিতর্ক প্রতিযোগীতার আলোচনা সভায় ময়মনসিংহ জেলা দূর্ণীতি দমন কমিশনের উপ-পরিচালক মো:আবুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মতিন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র এবিএম আনিছুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার মো: মফিজুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে বিজয়ী দল ও রানার্সআপ দলকে ট্রফি তুলে দেওয়া হয়।

আরএস

Link copied!