Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪,

আ.লীগ কার্যালয়ে বৈঠকে পিটার হাস

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩, ২০২৩, ১২:০০ পিএম


আ.লীগ কার্যালয়ে বৈঠকে পিটার হাস

ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক শুরু করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।  

বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক চলছে।

পিটার হাস বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সেখানে যান। তাকে স্বাগত জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ প্রতিনিধি দল।

এর আগে মার্কিন দূতের সঙ্গে বৈঠক করতে সকাল সাড়ে ১০টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আসেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও আছেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত।

দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন মার্কিন রাষ্ট্রদূত। এরই অংশ হিসেবে আজ আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন পিটার হাস।

আরএস

Link copied!