Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

‘বাংলাদেশকে ভারত গুরুত্ব দেয় বলেই জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে’

মো. মাসুম বিল্লাহ

আগস্ট ৩১, ২০২৩, ০৩:০৯ পিএম


‘বাংলাদেশকে ভারত গুরুত্ব দেয় বলেই জি-২০ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে’
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। ছবি: সংগ্রহ

বাংলাদেশকে ভারত গুরুত্ব দেয়। আর এজন্যই নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নত দেশগুলোর জোট জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘জি-২০ সম্মেলন: ঢাকা থেকে নয়াদিল্লি’-শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

আগামী ৯ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে দুই দিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধুমাত্র বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

প্রণয় ভার্মা বলেন, ‘বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত। এ জন্য জি-২০ সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

ভারতীয় হাইকমিশনার বলেন, বিশ্বকে বলার অনেক কিছু আছে বাংলাদেশের। বাংলাদেশের অনেক উন্নয়ন সাফল্য রয়েছে। ভারত বাংলাদেশকে জি-২০ সম্মেলনে আমন্ত্রণ করেছে। কারণ বাংলাদেশকে গুরুত্ব দেয় ভারত।’

২০৩১ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের এবং ২০৪১ সালে উন্নত দেশে রূপান্তরিত হওয়ার কথা উল্লেখ করে প্রণয় কুমার ভার্মা।

এআরএস

Link copied!