Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১২, ২০২৩, ১০:৪৫ এএম


আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য আজ দেশের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১১ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জের মুড়াপাড়া, বানিয়াদী, মঙ্গলখালী, ভায়েলা, ঠাকুর বাড়ির টেক, ব্রাহ্মণ গাঁও, ছোনাবো, ভুলতা, গাওছিয়া, রুপসী, বড়পা ও কাঞ্চন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে আরও বলা হয়, আড়াইহাজার ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। গ্রাহকের অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

আরএস

Link copied!