Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শ্রমিক বহনকারী বাস ধানক্ষেতে, চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৩:০৪ পিএম


শ্রমিক বহনকারী বাস ধানক্ষেতে, চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমি (ধান ক্ষেতে) পড়ে চালক নিহত হয়েছে। এ ঘটনায় চালকের দুই সহকারী আহত হয়েছে। তবে কোন শ্রমিক আহত হয়নি।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টায় উপজেলার মাওনা-বরমী সড়কের সোহাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাস চালক মফিজুল (৩৮) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া (পশ্চিম পাড়া) গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। আহতরা হলো একই এলাকার হাকিম উদ্দিনের ছেলে মারুফ (২৩) এবং সজীব (২০)।

স্থানীয়রা জানান, সকালে স্মার্ট পোশাক কারখানার শ্রমিক বহনকারী ত্রিমোহনী যাওয়ার পথে সোহাদিয়া ব্রিজের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের (নিচু জিমি) ধান ক্ষেতে পড়ে যায়। এসময় স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাস থেকে চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই)  আমিনুল ইসলাম জানান, সোহাদিয়া (নলজুরা) ব্রিজ সংলগ্ন স্থানে পোশাক শ্রমিক বহনকারী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নিচু জমিতে পড়ে যায়। গুরুতর আহত বাসের চালক মফিজুলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এসময় চালকের সহকারী ২জন আহত হয়। তাদেরকে স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কোন শ্রমিক আহত হয়নি।

এআরএস
 

Link copied!